সনেট: শ্রীরামের প্রতি

চিত্রণ: ওয়রউইক্ গবল্
  
  অরণ্য-কুটীরে, রাজর্ষি, ধনুর্গুণ টানি
  ধ্বনিয়েছিলে আ-গগন সামবেদবাণী
  সুমন্দ্র, গম্ভীর। উপমহাদেশ জুড়ে
  তব পদচিহ্ন গেছে মরু-ঝড়ে উড়ে,
  সহস্র-বরষার জলধারাপাতে
  ধুয়ে গেছে তমসার নদীস্রোত-সাথে।
  উড়েছে কেতন তব অন্ধযুগ-ছায়ে
  বিচ্ছিন্ন মরুদ্যানের পরিকীর্ণতায়;
  নিষুপ্তা প্রজ্ঞাবতী সরস্বতীখাতে
  অচেতন প্রাণে, বিপ্লবের সংঘাতে।
  কালের অতল বাণী শুনে এক কবি
  গাহিয়াছিলেন গান সন্ধ্যাপূূরবী,
  সারস্বত কণ্ঠে তাঁর ক্ষাত্র স্তবগীতি।
  প’ড়ে শুধু সেই গান বহি’ তব স্মৃতি॥

Comments