সনেট: শ্রীরামের প্রতি

চিত্রণ: ওয়রউইক্ গবল্
  
  অরণ্য-কুটীরে, রাজর্ষি, ধনুর্গুণ টানি
  ধ্বনিয়েছিলে আ-গগন সামবেদবাণী
  সুমন্দ্র, গম্ভীর। উপমহাদেশ জুড়ে
  তব পদচিহ্ন গেছে মরু-ঝড়ে উড়ে,
  সহস্র-বরষার জলধারাপাতে
  ধুয়ে গেছে তমসার নদীস্রোত-সাথে।
  উড়েছে কেতন তব অন্ধযুগ-ছায়ে
  বিচ্ছিন্ন মরুদ্যানের পরিকীর্ণতায়;
  নিষুপ্তা প্রজ্ঞাবতী সরস্বতীখাতে
  অচেতন প্রাণে, বিপ্লবের সংঘাতে।
  কালের অতল বাণী শুনে এক কবি
  গাহিয়াছিলেন গান সন্ধ্যাপূূরবী,
  সারস্বত কণ্ঠে তাঁর ক্ষাত্র স্তবগীতি।
  প’ড়ে শুধু সেই গান বহি’ তব স্মৃতি॥

Comments

Popular Posts