চৌকাঠে

আজি  বিছিয়ে দে মোর যাবার পথে আকন্দদল ঢেলে—
          রাঙিয়ে দে ঐ আঁধার দিশা তীব্র মশাল জ্বেলে।
                    যাবার বেলা সকল কাঁদন
                    দিক্ ডুবিয়ে বিষাণবাদন,
          মঙ্গলশাঁখ কেবল বাজাক্ উদ্বোধনের ধ্বনি!
          আনন্দগান উঠুক্ তোদের দিকে দিকে অনুরণি॥

          করিস্ না মুখ-ভার আমার পথে মরমগ্লানি;
          স্নেহের সুধায় শোনাও মা গো প্রেরণা-ঋগ্‌বাণী।
          তার     আলোর ধারায় বিষণ্ণতা
                    ক্ষণিক-তরে পালাক্ কোথা—
          লৌহফলার একাগ্রতা থাকুক্ যাত্রা-তরে।
আজি  যাবার বেলায় কেঁদে কেঁদে বাঁধিস্ নে আর ঘরে॥

এখন  পরাও আমায় স্কন্ধাবরণ বুখারা-পশম-শালে,
          এঁকে দে রে বিজয়-তিলক দৃপ্ত দীপ্ত ভালে।
                    আঁখিতে মম আরতি-শিখা
                    ধ্রুব সে দৃশ্য থাকুক্ লিখা,
          শেষ পলকে অনিমিখা হাসিটুকু থাক্ পড়ে।
          যাত্রাকালে পথের ধাঁচে সাজিয়ে দে রে মোরে॥

Comments

Popular Posts