ইচ্ছামাত্র

তেমন কারো মধুর স্বরে ধূম্রগিরি কোহ্‌-ই-তুরে
লুটায় এসে ঝর্ণা হয়ে মহম্মদের ঘোড়ার খুরে।
        তেমন করে গাইলে মিঞা
        দ্যুলোকে মল্লার ধ্বনিয়া
আকাশ ভাঙে মেঘের চিঠি অশোকবনের তোরণচূড়ে—
দরদ দিয়ে ডাকলে গোরা, রয় কি বৈকুণ্ঠ দূরে?।

দুয়ার পথে রাত্রিদেবীর প্রতীক্ষা উৎকণ্ঠা-ভরা—
দিনের সাজ খুলে রে তাই রবির ঘুমে ঢলার ত্বরা।
        চন্দ্র ডাকে নীরব স্বরে,
        সমুদ্র তাই গুমরে মরে—
জ্যোৎস্নারই উতল জ্বরে কাঁদিয়ে তোলে সকল ধরা!
বৈশাখী ঝড় আসবে, যদি ডাকে চাতক মধুরস্বরা॥

গানের বাণী, চাইলে বীণা, বাজবে তারই জড়িয়ে তানে,
নির্ঝরিণী চাইলে পাহাড় গুঁড়াবে তার নাচের বানে।
        চাইলে সীতা, সাগর-’পরে
        থাকবে পাষাণের অক্ষরে
অসম্ভবের মধ্যে দিয়ে মূর্ত্ত অমৃতের স্নানে
উপাসনার আলো, তার নিবিড় প্রেমের ব্যথার দানে॥

Comments

Popular Posts