a prologue to Browning's `Parting at Morning'

নয়ন-ধোয়া আবেশ-ছোঁয়া থাকুক অবগুণ্ঠিত;

বাঁধা থাকুক চূর্ণ চিকুর, ললাটে চাঁদ লুণ্ঠিত।

আর্দ্র সেই আলোকরাগে মধুর ফাগে রাঙায় গাল,

তাই ত মেঘের ওড়না নিয়ে অপ্সরারা বে-সামাল।

অবুঝ আজি আধো-কথায় অনর্থ নিস্তব্ধতায়

ঘাসের ’পরে তপ্ত আঙুল ছোঁয়ায় শিশির দগ্ধ তায়।

যখন কথা রুদ্ধ ক’রে কান্না জড়ায় প্রশ্বাসে,

আঁখির চাওয়া ভাষাহীনা বাঙ্ময়তা-স্রোতে ভাসে।

উথলি’ ওঠে সকল পরাণ মর্মরের রণন লেগে—

ললাটে কেশ লুটিয়ে পড়ে তৃণশয্যার সে-আবেগে।

আনত চোখ দ্বিধার ভারে নিবিড় মায়ার আঁধার হ্রদ—

অবুঝ হিয়ার আরশি আঁখি মিছেই ফাঁকি, কী বিপদ!

ভ্রুভঙ্গি ছল আঁখির তারায় কোথায় হারায় সরল চাওয়া—

কণ্ঠ যেথায় বাধে কুহুর সুর ধরে তায় তরল হাওয়া।

ওড়া চিকুর সরায় আঙুল— মেঘের আড়াল চন্দ্রিমা,

কাঁপা অধর দৃঢ় চিবুকে গরবিনীর ভঙ্গিমা।

দপ্ করে ঐ যাক্ না নিবে অস্তরবির মৃৎপ্রদীপ

আঁধার করে তরল হাওয়ায় কাঁপা অধর, আলতো টিপ॥



Comments

Popular Posts