রুদ্রবীণা

অরুণরাগের অগ্নিশিখায়
মধুর দাহের সিঁদুরলিখায়
        নয়ন আমার আঁধার করে
                বাজুক তোমার রুদ্রবীণা—

তমালমূলের উপল-স্তূপে
চরণরেখা আঁকুক্ চুপে
        বিষণ্ণ ফুল ছায়ায় ঝরে
                কাঁদাক্ মেঘের ঝর্ণা ক্ষীণা।

আকাশ-পারে শিখর-চূড়ে
তন্দ্রাস্বপন উঠুক পুরে’
        জটার মত মেঘের মালায়
                ধেয়ানী গিরি ঘুমাক্ ঋষি;

নটীর পায়ের ভঙ্গিমাতে
নিঝর নামুক গিরির খাতে,
        রুদ্র-যোগীর হোমের জ্বালায়
                হোক্ পাবন হোক্ দশটি দিশি।

ভৈরবের ঐ বোধের অতীত
উছাস দেখে হোক্ না ভীত
        আছে রে যা ধুলায় ঢাকা
                অচল ধরার অচলতায়—

সে নাচ মেলাক্ নটীর চরণ,
দ্বিপ্রহরের অরুণবরণ
        রৌদ্রে দেখুক্ ভস্মমাখা
                চন্দ্রচূড় ঐ পূজারতায়!

যে ছন্দ তার নিঝর-ধারায়,
সাঁঝ আকাশের তারায় তারায়—
        ঐ বাজে রে করুণ গীতি
                অকরুণের নীল সে গলায়।

নীরব আঁখির প্রশ্নখানি
দিল আমার মর্মে আনি
        তমালবনে ঝড়ের রীতি
                কালো আকাশ ছলছলায়ে॥


Copyright © 2022 Anamitro Biswas <anamitroappu@gmail.com>

Comments

Popular Posts